হাসপাতালের মর্গের সামনে স্বজনদের অপেক্ষা/সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পরিবারের সদস্যরা জানান, ঈদ করতে ময়মনসিংহ শহর থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় নিহত হন তারা।
নিহতরা হলেন- গৌরীপুরের কুলসুম বেগম (৮৫), তার মেয়ে দিলরুবা (৩৯), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৬)। আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বিপরীত দিকে আসা ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। আহত অবস্থায় তিন জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আনা হলে আরও ১ জনের মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত দিলরুবার ভাই সাইফুল ইসলাম বলেন, “আমার বোন ও তার স্বামী মানিক মিয়াসহ ময়মনসিংহ শহরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। আমার বোনের ৩ মেয়ে। তাদের সঙ্গে আমার মা ছিল। ঈদ করার জন্য রবিবার সকালে বাসা থেকে বের হয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে গৌরীপুরের বৈশাখী মোড় এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে আমার মা, ছোট বোন এবং দুই ভাগ্নি মারা গেছে। বড় ভাগ্নি মাহি এবার এসএসসি পরীক্ষার্থী। সে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।”
তিনি আরও বলেন, “আমাদের পরিবারে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটবে এটি মেনে নিতে পারছি না। একই পরিবারের ৪ জনকে হারিয়ে আমার বোনের স্বামী মানিক পাগলের মতো হয়ে গেছে।” ঢাকা ট্রিবিউন