০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ইউনেস্কো বাংলাদেশকে প্রকৃত অংশীদার হিসেবে দেখে: গ্যাব্রিয়েলা রামোস

  • আপডেট সময়: ০৭:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 9

ইউনেস্কো বাংলাদেশকে শুধু সদস্য হিসেবে নয়, বরং প্রকৃত সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন সংস্থাটির (২০২৫-২০২৯ সালের) মহাপরিচালক পদের মেক্সিকান প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাতিনা।

রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে গ্যাব্রিয়েলা রামোস এ কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে গ্যাব্রিয়েলা রামোস শিক্ষা, সংস্কৃতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘নীতিগত প্রতিশ্রুতি এবং সমতার ওপর কীভাবে অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারে তা প্রমাণ করেছে বাংলাদেশ। ইউনেস্কো এই দেশকে শুধু সদস্য হিসেবে নয়, বরং প্রকৃত সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখে।’

গ্যাব্রিয়েলা রামোস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের স্বীকৃতি দেন। তিনি বলেন, ‘আপনার নিয়োগ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং স্বচ্ছ, নীতিগত শাসনে বিশ্বাসীদের জন্যও বিরাট আশা বহন করে।’

প্রধান উপদেষ্টা গ্যাব্রিয়েলা রামোস পাতিনার সফর ও প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা একটি কঠিন তবে অপরিহার্য পরিবর্তনের মধ্যে রয়েছি। ঝুঁকি অনেক, কিন্তু আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং তাদের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

উভয় পক্ষ বাংলাদেশ ও মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী নিয়ে আলোচনা করেন। এছাড়া শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও জলবায়ু স্থিতিস্থাপকতায় সহযোগিতার নতুন পথ উন্মোচনের কথা উল্লেখ করেন তারা।

এই সাক্ষাতে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

ইউনেস্কো বাংলাদেশকে প্রকৃত অংশীদার হিসেবে দেখে: গ্যাব্রিয়েলা রামোস

আপডেট সময়: ০৭:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ইউনেস্কো বাংলাদেশকে শুধু সদস্য হিসেবে নয়, বরং প্রকৃত সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন সংস্থাটির (২০২৫-২০২৯ সালের) মহাপরিচালক পদের মেক্সিকান প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাতিনা।

রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে গ্যাব্রিয়েলা রামোস এ কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে গ্যাব্রিয়েলা রামোস শিক্ষা, সংস্কৃতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘নীতিগত প্রতিশ্রুতি এবং সমতার ওপর কীভাবে অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারে তা প্রমাণ করেছে বাংলাদেশ। ইউনেস্কো এই দেশকে শুধু সদস্য হিসেবে নয়, বরং প্রকৃত সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখে।’

গ্যাব্রিয়েলা রামোস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের স্বীকৃতি দেন। তিনি বলেন, ‘আপনার নিয়োগ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং স্বচ্ছ, নীতিগত শাসনে বিশ্বাসীদের জন্যও বিরাট আশা বহন করে।’

প্রধান উপদেষ্টা গ্যাব্রিয়েলা রামোস পাতিনার সফর ও প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা একটি কঠিন তবে অপরিহার্য পরিবর্তনের মধ্যে রয়েছি। ঝুঁকি অনেক, কিন্তু আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং তাদের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

উভয় পক্ষ বাংলাদেশ ও মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী নিয়ে আলোচনা করেন। এছাড়া শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য ও জলবায়ু স্থিতিস্থাপকতায় সহযোগিতার নতুন পথ উন্মোচনের কথা উল্লেখ করেন তারা।

এই সাক্ষাতে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।