সংগৃহীত ছবি
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জালপূর্বক ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার স্বাক্ষর জালপূর্বক ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারকচক্র প্রতারণা করার চেষ্টা করছে।
আরো পড়ুন
সাবেক এমপির ভাই ফরিদ মোল্লার কারাদণ্ড, কোটি টাকা অর্থদণ্ড
https://www.kalerkantho.com/online/country-news/2025/04/10/1502572
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ/পদায়ন/বদলিসংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS)-এর মাধ্যমে প্রকাশ করা হয়।
যেকোনো নিয়োগ/পদায়ন/বদলির প্রজ্ঞাপনের বিষয়ে কোনো প্রকার যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এমতাবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।