
গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে প্রগতি সারণিতে মিছিল করে মার্কিন দূতাবাসের সামনে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে। আশপাশে জড়ো হওয়া মানুষকে তল্লাশি করা হচ্ছে। দূতাবাসের সামনে ফুটপাতে বা রাস্তায় কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না।
বিক্ষোভের কারণে প্রগতি সারণিতে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।
এদিকে গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ সোমবার বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা হবে না। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন।