
আমি পলাশের কথা বলবো না
আমি পলাশের কথা বলবো না
আমি শিমুলের কথা বলবো না
পলাশ-শিমুল দেখি নাই
চোখে ছিল সবই কল্পনা।
পলাশ যেখানে ফোটে
শিমুল যেখানে ফোটে
দেখেছি সেখানে প্রতিদিন
তোমার চারুমুখ ভেসে
ওঠে।
ফুলের জলসায় গোপন
কথাটি বলতে কখনো
টলবো না।
কৃষ্ণচূড়ার শাখায় আঁকা
তোমার মায়াবী চোখ
মনের আঙিনায় গড়েছি
মহল তাজের কল্পলোক।
ফুলের নেশায়
ভুলের আশায়
আমি আর জ্বলবো না।।
কোকিলের কথা লিখেছি বৃথাই,
এ কার কণ্ঠস্বর !
মনের অজান্তে নীরবে
এসে বসন্ত বেঁধেছে ঘর।
এই পথ যাবে তোমাকে
নিয়েই, একা পথে চলবো না।