
সুরম্য বিকেল
এইমাত্র তুমি এলে পড়ন্ত বিকেলে
রাতের ছায়া নামেনি এখনো
পাখির ডাক ওই শোনো ।
একটি শোভিত বিকেল,
চমৎকার রঙে রঙে রঙ করা ভালোবাসার ছোঁয়া
আকাশ ভরা নদী ও প্রেম লাল পাহাড়
কী চমৎকার।
নদী বয়ে যায়, ধীরে ভালোবাসার নৌকা ভিড়ে
শেষ বিকেলে ঠিক তুমি যখন এলে নদীর তীরে
ধীরে বহে নদী,ধীরে ধীরে।
আমরা দু জনে পাখির মতো বিকেলের কুজনে
ভালোবেসে ডাকি ঠোঁটে ঠোঁট রাখি,
ও পাখি খোলো খোলো আঁখি
নদী ঢেউ ভাঙে,কোলাহল যতো মেঘের আলিঙ্গনের মতো
ঝরনার জল পড়ে অবিরত।
ঠিক তুমি যখন এলে এমন সুরম্য বিকেলে।