
ডা. এইচ. বি. এম. ইকবাল
ভৈরব সংবাদদাতা: কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাক্ষ্মণবাড়িয়াসহ আশেপাশের জেলাগুলোর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার এক সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাঁশগাড়িতে স্থাপিত হয় ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও প্রিমিয়ার ব্যাংক-এর চেয়ারম্যান ডা. এইচ. বি. এম. ইকবাল।
তিনি বাংলাদেশ জাতীয় সংসদের প্রাক্তন সদস্য, ব্যবসায়ী এবং বেসরকারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য অস্থায়ী অনুমোদন দেয়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর, শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ড. মমতাজ বেগম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখা হয়।
এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ডা. ইকবাল। বিস্তারিত ভিডিতে দেখুন:
https://www.youtube.com/watch?v=NoFcXa_Z670