০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

কবিতা

  • আপডেট সময়: ০৭:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • 68


দোলন চাঁপা’র কবিতা…


 

পৃথিবীর তাবৎ ঘৃণা

অদ্ভুত পাশবিকতা

ওরা বন্য বরাহ পাল

এ কেমন ক্ষুধা

বালিকারা ফুলের মতো।

যারা চিরকাল নোংড়া হাতায়

শকুন,শেয়াল শুকরের মতো

মানুষের অভিশাপ –

আকাশ থেকে নেমে আসুক

বজ্র-তুফানের মতো

ওদের শরীর-মুখাবয়ব

দন্ত নখর লিঙ্গের আস্ফালন

বজ্রপাত হোক ধর্ষকের সবকিছুতেই ।

পৃথিবীর তাবৎ ঘৃণা

ওদের শরীরে থুতু ছিটাক

গণধোলাইয়ের মানুষ সকল

এই বেজম্মাদের

অভিসম্পাত করুক।

ধর্ষকের শিশ্ন খসে পড়ুক

ধর্ষিতার চিৎকারে।

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

কবিতা

আপডেট সময়: ০৭:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


দোলন চাঁপা’র কবিতা…


 

পৃথিবীর তাবৎ ঘৃণা

অদ্ভুত পাশবিকতা

ওরা বন্য বরাহ পাল

এ কেমন ক্ষুধা

বালিকারা ফুলের মতো।

যারা চিরকাল নোংড়া হাতায়

শকুন,শেয়াল শুকরের মতো

মানুষের অভিশাপ –

আকাশ থেকে নেমে আসুক

বজ্র-তুফানের মতো

ওদের শরীর-মুখাবয়ব

দন্ত নখর লিঙ্গের আস্ফালন

বজ্রপাত হোক ধর্ষকের সবকিছুতেই ।

পৃথিবীর তাবৎ ঘৃণা

ওদের শরীরে থুতু ছিটাক

গণধোলাইয়ের মানুষ সকল

এই বেজম্মাদের

অভিসম্পাত করুক।

ধর্ষকের শিশ্ন খসে পড়ুক

ধর্ষিতার চিৎকারে।