আকাশ ঘুমে কার বাহুডোরে!
পাখি ডেকেছিলো ভোরে
আমি জেগে আছি
আকাশ ঘুমে কার বাহুডোরে
রোদের কাছাকাছি।
রোজ রোজ আকাশের নীল উদাসী হাওয়া
ভালো লাগে মেঘের মিছিল
তোমাকে কাছে পাওয়া
সুনীল আকাশ ইশারায় ডাকে
সোনালি শস্য বোনা
রোদের ছোঁয়া মেঘের ফাঁকে ফাঁকে
পাখিদের আনাগোনা।
নেশা
এক ঝড়ের কবলে
যতো চেনা ভুল শুধরে নেওয়া
নেশায় ফোটে কতো ফুল
আগুনের সাথে আগুনের
হয় মেলামেশা
দাবানলে পুড়েও
ছাই মাখামাখি হয়
হরহামেশা
জৌলুসে উঠানামা যৌবন
ভালোবাসার অধিক সুরম্য
আকাশের নীল তারা'চে
অধিক রোদের ঝিলমিল।
ঠিক বসন্ত বাতাসের মতো শিরশির
হাওয়াই মিঠাই
অদ্ভুত মায়াবী পরশ
যতো সোনালি আকাশের রোশনাই।
এই বসন্ত বিকেলে চোখের চমক
শিমুল ডালে পাখির আলাপ
হালকা মেঘে উড়ন্ত বক
সব মিলিয়ে অদ্ভুত প্রেম প্রেম ভাব।
এমন দিনে তোমাকে দিলাম তিন ভূবনের ভার
জৌলুসে ওঠানামা যৌবন নিলাম
শুধু তোমাকে চাই বারবার।