১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশের সহঅধিনায়কের নাম ঘোষণা, যাচ্ছেন আরও ২ ক্রিকেটার

  • আপডেট সময়: ০৫:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 56

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির আর বেশিদিন বাকি নেই। আগামী ১৯ তারিখ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসির এই টুর্নামেন্টের। বাংলাদেশ খেলবে তার একদিন পর। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টাইগাররা।

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

 

টুর্নামেন্ট উপলক্ষে আগেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে বাকি ছিল সহঅধিনায়কের নাম ঘোষণা করা। আজ বৃহস্পতিবার সেই ঘোষণাও দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। ২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজকে সহঅধিনায়ক করার পেছনে বিসিবি উল্লেখ করেছে তার অভিজ্ঞতার কথা। শান্তর অনুপস্থিতিতে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলনেতার ভূমিকা পালন করেছিলেন মিরাজ।

এদিকে, চ্যাম্পিয়নস ট্রফিতে নেওয়া হচ্ছে দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে। আজ রাতে বাংলাদেশ রওনা দিলেও তারা দুবাই যাবেন আগামী শনিবার। তবে দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচের পরপরই বাংলাদেশে ফিরবেন এই দুজন।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

 

উত্তরাধুনিক

Writer, Singer & Environmentalist

বাংলাদেশের সহঅধিনায়কের নাম ঘোষণা, যাচ্ছেন আরও ২ ক্রিকেটার

আপডেট সময়: ০৫:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির আর বেশিদিন বাকি নেই। আগামী ১৯ তারিখ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসির এই টুর্নামেন্টের। বাংলাদেশ খেলবে তার একদিন পর। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টাইগাররা।

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

 

টুর্নামেন্ট উপলক্ষে আগেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে বাকি ছিল সহঅধিনায়কের নাম ঘোষণা করা। আজ বৃহস্পতিবার সেই ঘোষণাও দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। ২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজকে সহঅধিনায়ক করার পেছনে বিসিবি উল্লেখ করেছে তার অভিজ্ঞতার কথা। শান্তর অনুপস্থিতিতে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলনেতার ভূমিকা পালন করেছিলেন মিরাজ।

এদিকে, চ্যাম্পিয়নস ট্রফিতে নেওয়া হচ্ছে দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে। আজ রাতে বাংলাদেশ রওনা দিলেও তারা দুবাই যাবেন আগামী শনিবার। তবে দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচের পরপরই বাংলাদেশে ফিরবেন এই দুজন।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।